হোম > অর্থনীতি

মাহবুব ও হেলালের নেতৃত্বে অর্থনীতি সমিতির আহ্বায়ক কমিটি

আজকের পত্রিকা ডেস্ক­

অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আহ্বায়ক ও প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২৯ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে। সমিতির বর্তমান সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

অন্তর্বর্তীকালীন কমিটির অন্য সদস্যরা হলেন– অধ্যাপক আবু আহমেদ, এ কে এম ফজলুল হক মিলন, অধ্যাপক ড. এ কে এম আতিকুর রহমান, অধ্যাপক ড. এম এ তসলিম, অধ্যাপক ড. এ টি এম নূরুল আমিন, অধ্যাপক ড. অতনু রব্বানী, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা, মো. নূরুল আমিন, শহীদুল ইসলাম, মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল, অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম, অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, আশরাফুজ্জামান খান, আব্দুল বাকি, অধ্যাপক ড. মোহাম্মদ মুজাফ্ফর আহমেদ, অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, অধ্যাপক ড. এ এইচ এম সেলিমউল্লাহ, অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, পার্থ সারথী ঘোষ, ড. নাজমুল ইসলাম ও সৈয়দ এসরারুল হক সোপেন।

চলতি বছরের ১৮ মে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচনে সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের নেতৃত্বে ২৯ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটি দুই বছরের (২০২৪-২৬) জন্য দায়িত্ব পালন করার কথা ছিল।

কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ড. মো. আজিজুর রহমানকে সভাপতি করে বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটি গঠন করা হয়।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

বছর শেষে সোনার আউন্স উঠতে পারে ৪ হাজার ৮০০ ডলারে

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু