হোম > অর্থনীতি

সার্ভার ত্রুটিতে ডিএসইর লেনদেনে বিলম্ব

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বিঘ্ন ঘটেছে। সার্ভার সমস্যার কারণে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।

অবশ্য অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করে ডিএসইতে লেনদেন শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় ১০টা ১০ মিনিটে।

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, ‘আমরা সকাল ১০টায় লগিং করে লেনদেন করতে পারিনি। ১০টা ১০ মিনিট থেকে লেনদেন করা সম্ভব হয়েছে। বাজারে এমনিতেই মন্দা অবস্থা। এর মধ্যে লেনদেনে বিঘ্ন ঘটলে তা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দেয়।’

এর আগে, ৫ জানুয়ারি নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু হয়।

লেনদেনে বিঘ্ন ঘটার কারণ জানতে চাইলে ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ‘একটা সার্ভারে সামান্য সমস্যা দেখা দেয়। আমাদের আইটি বিভাগ দ্রুত সমস্যার সমাধান করেছে এবং লেনদেন শুরু হয়েছে। পাঁচ মিনিটের মতো লেনদেনে সমস্যা হয়েছিল।’

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি