হোম > অর্থনীতি

ফেসবুক-গুগল-অ্যামাজনের ভ্যাটের তথ্য দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেসবুক-গুগল-অ্যামাজনসহ অনিবাসী সেবা দানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কাটা ভ্যাট-মূসক বিবরণীর তথ্য দাখিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া  হয়েছে। এর ফলে অনিবাসী এসব প্রতিষ্ঠান থেকে ব্যাংক যে মূসক কর্তন করে তার বিবরণী জাতীয় রাজস্ব (এনবিআর) বোর্ডে পাঠাতে হবে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের  এ নির্দেশনায় বলা হয়েছে, গত ২৪ জুন, ২০২১ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় অনিবাসী কর্তৃক সরবরাহকৃত সেবার বিপরীতে মূসক কর্তন বিষয়ে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে কর্তিত মূসকের মাসিক হিসাব বিবরণী দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অনিবাসী ফেসবুক, গুগল, অ্যামাজন এবং এ ধরনের অনাবাসিক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে উৎসে কর্তিত মূসকের হিসাব বিবরণী প্রতি মাসের পরবর্তী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকসমূহ জাতীয় রাজস্ব বোর্ডে এবং সংশ্লিষ্ট মূসক এজেন্টের নিকট পাঠাবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেবে।

জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক ছক (ফরম্যাট) তৈরি করেছে। অনিবাসী প্রতিষ্ঠানের সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় অথবা কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে পাঠানো অর্থের ওপর উৎসে কর্তিত মূসকের প্রতি মাসের হিসাব বিবরণী বৈদেশিক লেনদেনে অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে সদস্য (মূসক নীতি), এনবিআর ও সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাতে হবে। 

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সেবা শতভাগ অনলাইনে

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড