সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত আয় চার মাসের মধ্যে দেশে আনার নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া রপ্তানি আয়ের অর্থ দিয়ে বিদেশে মূলধনী বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ বা ভার্চ্যুয়াল সম্পদ কেনা যাবে না।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফশিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সেবা রপ্তানি আয় দেশে আনার সুবিধার্থে দেশের বাইরে শুধু নোশনাল অ্যাকাউন্ট বা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবেন রপ্তানিকারক। এর বাইরে বিদেশে ক্রিপ্টোকারেন্সি বা অন্য মুদ্রায় ভিন্ন কোনো হিসাব খোলা যাবে না। এর মাধ্যমে চার মাসের মধ্যে রপ্তানি আয় দেশে আনার বাধ্যবাধকতা সেবা রপ্তানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, রপ্তানি আয় বাবদ অর্থ দিয়ে দেশের বাইরে মূলধনী বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ বা স্থায়ী সম্পদ ক্রয় করা হলে তা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
এ নির্দেশনার মাধ্যমে মূলত পণ্য রপ্তানির মাধ্যমে আয় হওয়া অর্থ বিদেশে বিনিয়োগের কোনো সুযোগ থাকছে না। এছাড়া রপ্তানির মাধ্যমে অর্জিত আয়ের মাধ্যমে বিদেশে স্থায়ী বা ভার্চ্যুয়াল সম্পদও কেনা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।