হোম > অর্থনীতি

বাড়ছে রিজার্ভ, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দাবি করেছেন, দেশে রিজার্ভ বাড়তে শুরু করেছে। দেশীয় শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ছে। সব মিলিয়ে অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজামা চৌধুরী প্রমুখ।

এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও দাবি করেন, ‘তিন মাসের মধ্যে সবকিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি, দেশের জন্য কাজ করে যাব।’

এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে সভায় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। আমরা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছি।’

সভায় ব্যবসায়ী নেতারা বেসরকারি খাতের সার্বিক উন্নয়নে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানান। যত দ্রুত সম্ভব, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া ওষুধ, চামড়া, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের সঙ্গে সম্পর্কিত পণ্য আমদানিতে শুল্ক কমাতে উদ্যোগের আহ্বান জানান উপদেষ্টার কাছে। এ সময় দেশীয় শিল্পের বিকাশে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি