হোম > অর্থনীতি

ফ্রিল্যান্সারদের জন্য ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিএফডিএসের চুক্তি

বিজ্ঞপ্তি

ফ্রিল্যান্সারদের জন্য ঝামেলামুক্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিডএফডিএসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

ফ্রিল্যান্সারদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

এই অংশীদারত্বের লক্ষ্য হলো, দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সারদের জন্য একটি বিশেষায়িত ব্যাংকিং সলিউশন গড়ে তোলা, যা তাঁদের সহজ, দ্রুত ও লাভজনক আর্থিক অভিজ্ঞতা দেবে।

প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী ও বিএফডিএসের চেয়ারম্যান ড. তানজিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ মাসুদুল গনি, বিএফডিএসের সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জয় ও উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংক ‘প্রাইম ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট’ চালু করবে, যেখানে থাকবে ফ্রিল্যান্সারদের জন্য প্রথম বছর ফ্রি ইউএসডি আন্তর্জাতিক ডেবিট কার্ড, অ্যাকাউন্ট পরিচালনার জন্য কোনো মেইনটেন্যান্স ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। এ ছাড়া এই অ্যাকাউন্টের সঙ্গে আকর্ষণীয় সুদহার, প্রথম চেকবই ও ডেবিট কার্ড ফ্রি এবং জীবনবিমা কভারেজের সুবিধা থাকবে।

এ ছাড়া বিএফডিএসের সদস্যদের জন্য প্রাইম ব্যাংক নির্ধারিত কিছু শাখায় (যেমন: আইবিবি দিলকুশা, মিরপুর-১, উত্তরা, রাজশাহী, আইবিবি ওআর নিজাম রোড, আগ্রাবাদ ও সিলেট ব্রাঞ্চ) বিশেষ সার্ভিস ডেস্ক স্থাপন করবে, যা সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা নিশ্চিত করবে।

এ ছাড়া প্রাইম ব্যাংকের কন্টাক্ট সেন্টারে বিএফডিএস সদস্যদের জন্য একটি নির্ধারিত আইভিআর লাইন চালু করা হয়েছে, যা ব্যাংকিং ও সেবার বিষয়ে যেকোনো তথ্য বা জিজ্ঞাসা দ্রুত সমাধানে সহায়তা করবে।

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা