আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের সাবেক সভাপতি কাজী মুনিরুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন না থাকে, তবে শ্রমিকদের বেতন-বোনাসের দায়িত্ব কারখানা মালিকরা নিতে পারবে না।
আজ বুধবার বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদ আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন কাজী মুনির।
অনুষ্ঠানে কাজী মুনিরুজ্জামান পোশাক খাতের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, ‘আমরা যখন তৈরি পোশাক ব্যবসা শুরু করি, তখন রপ্তানি ছিল মাত্র ১২ হাজার ডলার। এখন এটি প্রায় ৫০ বিলিয়ন ডলারের বাজার। কলমাকান্দার যে নারী নিগৃহীত ছিল, সে এখন নিজে উপার্জন করে সুখের জীবন পেয়েছে। এই খাতের উন্নয়নে আগেও আমরা কাজ করেছি, ভবিষ্যতেও করব।’
তবে তিনি বর্তমান চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যদি আমরা রপ্তানি না করতে পারি, তবে বেতন-বোনাস কী করে দেব? আমাদের হাত-পা বেঁধে সাঁতার কাটতে বললে কি তা সম্ভব?’ "
অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি ও প্যানেলের সমন্বয়ক ফারুক হাসান, প্যানেল লিডার আবুল কালামসহ সম্মিলিত পরিষদের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আবুল কালাম তাঁর নির্বাচনী ইশতেহারে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সহায়তা এবং বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তায় বিকল্প প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ মোট ১২টি পরিকল্পনা’ তুলে ধরেন। ফারুক হাসান ব্যবসার বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে পোশাক খাতের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।