হোম > অর্থনীতি

ডলারে আমানত রাখলে মিলবে ৪-৫% সুদ: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনাবাসী বৈদেশিক মুদ্রা (এনএফসি) হিসাবে সঞ্চয় করা আমানতের বিপরীতে বার্ষিক সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ ধরনের হিসাবে আমানত রাখলে ৪ থেকে ৫ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। তবে বেঞ্চমার্ক রেফারেন্স (বিশেষ সুদের ভাসমান হার) রেটের কারণে এ হিসাবে কম-বেশি হতে পারে। 

এনএফসি হিসাবে সঞ্চয়ের বিপরীতে নতুন করে সুদহার নির্ধারণ করে প্রয়োজনীয় নির্দেশনাসহ আজ সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

নতুন নির্দেশনা অনুযায়ী, এনএফসি হিসাবে এক থেকে তিন বছর পর্যন্ত অর্থ জমা রাখলে আগে প্রচলিত বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে বাড়তি ২ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। আর তিন থেকে পাঁচ বছর মেয়াদে অর্থ জমা রাখলে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের অতিরিক্ত ৩ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। 

আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসওএফআর একাডেমির তথ্যানুযায়ী, সর্বশেষ ২৭ জুলাই বেঞ্চমার্ক রেফারেন্স রেট ছিল ২ দশমিক ২৭ শতাংশ। সে হিসাবে নতুন করে সুদহার নির্ধারণের ফলে আমানতকারী সুদ পাবেন যথাক্রমে ৪ দশমিক ৫২ শতাংশ এবং ৫ দশমিক ৫২ শতাংশ।

তবে যেহেতু এ হার পরিবর্তনশীল এবং নিয়মিত হালনাগাদ করা হয় সে হিসাবে, এসওএফআরের তথ্য মতে ২৭ জুলাই পর্যন্ত ২৫ দিনের গড় বেঞ্চমার্ক রেফারেন্স রেট দাঁড়ায় ১ দশমিক ৫৯ শতাংশ। এই হিসাব ধরলে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিদেশি মুদ্রায় আমানত রাখলে সুদ কিছুটা কম হয়: যথাক্রমে ৩ দশমিক ৮৪ শতাংশ এবং ৪ দশমিক ৮৪ শতাংশ।

জানা গেছে, অনাবাসী বৈদেশিক মুদ্রার হিসাবধারীরা দীর্ঘদিন ধরে প্রচলিত বেঞ্চমার্ক রেফারেন্স রেটে (১ দশমিক ৭৫ শতাংশ হার) সুদ পেতেন। কিন্তু গত ১৭ জুলাই বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রায় সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে ইউরো কারেন্সি প্রচলিত রেট (১ দশমিক ৭৫) প্রত্যাহার করে সুদহার স্বাধীনভাবে নির্ধারণের দায়িত্ব দেয় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ওপর। ওই সময়কালে এসব হিসাবে লেনদেনের নিবিড় পর্যবেক্ষণ শেষে সোমবার কেন্দ্রীয় ব্যাংক সুদহার নির্ধারণ করে দেয়। 

সাধারণত বিদেশি নাগরিক, বিদেশে নিবন্ধিত কোম্পানি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিশেষায়িত অঞ্চলে কার্যরত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য এনএফসি হিসাব প্রযোজ্য।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা