হোম > অর্থনীতি

আট কর্মদিবস পর পাঁচ শ কোটি ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সপ্তাহের শেষ কর্মদিবসে গতকাল বৃহস্পতিবারও উত্থানের ধারা বজায় রেখে লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোটা সংস্কার আন্দোলনের জেরে এক সপ্তাহ পর সীমিত পরিসর থেকে পূর্ণ দিবস লেনদেন ফেরার দ্বিতীয় দিনেও সূচকের বড় উত্থানে কয়েক দিনের লাগাতার পতনের ধাক্কা সামলে নিল পুঁজিবাজার।

দিন শেষে সূচকের সঙ্গে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আগের দিনের চেয়ে সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে উঠেছে। এর আগে বুধবারে সূচক বেড়েছিল প্রায় ১১ পয়েন্ট।

সকাল থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কিছুটা কম, যার প্রমাণ মেলে লেনদেনের চিত্র দেখে। প্রথম ১০ মিনিটে সূচকে যোগ হয়েছিল ৪১ পয়েন্ট। পরে বিক্রির চাপ বাড়তে শুরু করলে চলতে থাকে সূচক সমন্বয়। এক ঘণ্টা শেষে সূচকে যোগ হয় ৫ পয়েন্ট। সেখান থেকে প্রথম চেষ্টায় ক্রয় চাপ দেখা দিলে দুপুর ১২টায় সূচকে আরও ৯ পয়েন্ট যোগ হয়ে ৫ হাজার ২৯৪ পয়েন্টে ওঠে। এরই মধ্যে বিক্রির চাপ বাড়লে পরের এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১টায় সূচক কমে যায় ৭ পয়েন্ট। পুনরায় শেয়ার কেনার পরিমাণ বাড়লে দ্রুত বাড়তে থাকে সূচক ও লেনদেন। এতে পরের দেড় ঘণ্টায় সূচকে আরও ৪৬ পয়েন্ট যোগ হয়ে লেনদেন শেষ হয়।

দিনভর কেনাবেচা হয় ৫৫২ কোটি ৭৫ লাখ টাকার। এর আগে সবশেষ গত ১৬ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৪১ লাখ টাকার। এরপর কোনো দিন লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ায়নি।

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প