হোম > অর্থনীতি

কঠোরতম লকডাউনে ব্যাংক খোলা তবে গ্রাহক কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে টানা পাঁচ দিন ছুটির পর কঠোরতম লকডাউনের মধ্যে আজ রোববার ব্যাংক খুললেও গ্রাহকের উপস্থিতি ছিল বেশ কম। আর অনেকটা ঢিলেঢালাভাবে চলেছে ব্যাংকিং কার্যক্রম। অলস সময় পার করছেন কর্মকর্তারা।

রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখায় দেখা গেছে, ভেতরে কিছু গ্রাহক থাকলেও স্বাভাবিক সময়ের চেয়ে তা অনেক কম। শাখার ভেতরে ৮-১০ জন করে গ্রাহক লেনদেন করছেন। কোনো কোনো ব্যাংকে গ্রাহকের সংখ্যা আরও কম। তবে ব্যাংকগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় শাখার প্রিন্সিপাল অফিসার এফএম মাসুম বলেন, ঈদের আগে গ্রাহকদের নগদ টাকা উত্তোলনের চাপ থাকলেও এখন তা নেই। জরুরি লেনদেনের প্রয়োজন ছাড়া গ্রাহকেরা ব্যাংকে আসছেন না। এ কারণে ক্যাশ কাউন্টারে চাপও কম।

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি ঠেকানোর জন্য সরকার গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে। এ সময়ে সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন চলবে। এ ছাড়া ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে ১৩ জুলাই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, লকডাউন–বিধিনিষেধ চলাকালে গ্রাহকদের হিসাবে নগদ বা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলন, ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডার ইস্যু ও জমা গ্রহণ, রেমিট্যান্সের অর্থ পরিশোধ, সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রমের আওতায় প্রদত্ত ভাতা বা অনুদান বিতরণ কার্যক্রম চালু থাকবে।

এ ছাড়া ব্যাংকের খোলা রাখা বিভিন্ন শাখা ও একই শাখার আন্ত: হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর, ট্রেজারি চালান গ্রহণ, অনলাইন সুবিধাসংবলিত ব্যাংকের সব গ্রাহকের এবং সুবিধাবহির্ভূত ব্যাংকের খোলা রাখা শাখার গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমস বা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্য লেনদেন সুবিধা প্রদান এবং জরুরি বৈদেশিক লেনদেনসংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।

এ সময়ে কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত নোট সরবরাহ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সমুদ্র, স্থল বা বিমানবন্দর এলাকায় (বন্দর ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা বা উপ-শাখা বা বুথগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ