হোম > অর্থনীতি

তারল্যসংকট: এক দিনে ২৩ হাজার কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে এমনিতেই তারল্যসংকটে আছে ব্যাংকগুলো। এর মধ্যেই দৈনন্দিন খরচ মেটাতে সরকারকে ঋণ দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নগদের ঘাটতি পূরণে কলমানি মার্কেট থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদি ঋণ নিচ্ছে।

গত বুধবার এক দিনেই ২৩ হাজার ২৪০ কোটি টাকা ধার নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো গেছে। ১ থেকে ১৪ দিন মেয়াদে এই ঋণের বিপরীতে ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত সুদ আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সরকারের আর্থিক হিসাবে ঘাটতি দেখা দিয়েছে, যা দেশের স্বাধীনতার ইতিহাসে প্রথম। আবার বাংলাদেশ ব্যাংক সরকারকে গত অক্টোবর মাস থেকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। 

‘এসবের নেতিবাচক প্রভাব সমগ্র অর্থনীতির ওপর পড়েছে। এটা সামলাতে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, যার ফলে অনেক বাণিজ্যিক ব্যাংকে তারল্যসংকট দেখা দিয়েছে।’

বিশেষ কয়েকটি শরিয়াহ ব্যাংকসহ প্রায় দুই ডজন ব্যাংক কলমানি থেকে ধার করে গ্রাহকের আস্থা ধরে রাখতে চেষ্টা করছে বলে তিনি জানান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, সরকারের দৈনন্দিন নগদ অর্থের চাহিদা মেটাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে বেশি ঝুঁকছে।

‘এতে অনেক ব্যাংকে তারল্য ঘাটতি সৃষ্টি হয়েছে, যা কলমানি মার্কেট থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে চাহিদা মেটাচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক এখন শতভাগ সাপোর্ট দিচ্ছে।’

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস