হোম > অর্থনীতি

বিএডিসির কার্যক্রম পরিদর্শন করলেন চেয়ারম্যান

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। সম্প্রতি বিএডিসির পাবনার টেবুনিয়া খামারে অনুষ্ঠিত ‘আমন ধান বীজের গ্রো-আউট টেস্ট’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। সম্প্রতি বিএডিসির পাবনার টেবুনিয়া খামারে অনুষ্ঠিত ‘আমন ধান বীজের গ্রো-আউট টেস্ট’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

রুহুল আমিন খান বলেন, অধিক ফসল উৎপাদনে ভালো বীজের কোনো বিকল্প নেই। মূলত বীজই হচ্ছে ফসল উৎপাদনের জীবন্ত উপকরণ। বিএডিসি প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকের কাছে মানসম্পন্ন বীজ সরবরাহ করার কাজটি যথাযথভাবে সম্পাদন করে যাচ্ছে। তবে এখানেই থেমে থাকলে চলবে না। কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষকদের চাহিদার সঙ্গে সংগতি রেখে এবং বেসরকারি বীজ উদ্যোক্তাদের সঙ্গে প্রতিযোগিতায় কার্যকরভাবে টিকে থেকে বীজের গুণগতমান আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এরপর রুহুল আমিন খান ‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। তিনি সব ধরনের আর্থিক শৃঙ্খলা অনুসরণ করে দরপত্র প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশনা দেন। একই সঙ্গে সব ভৌতকাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পাদনের পরামর্শ দেন।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা