হোম > অর্থনীতি

ডলারে চাপ কমাতে আকুভুক্ত দেশের সঙ্গে সরাসরি লেনদেনে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্যভুক্ত ৯টি দেশের সঙ্গে সরাসরি লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব দেশের লেনদেন শুধু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে করতে বলা হয়েছে। 

আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

নির্দেশনায় বলা হয়েছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন মেকানিজম আকু হলো, বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। এশিয়ার এই ৯টি দেশের মধ্যে আমদানি–রপ্তানির বিপরীতে দুই মাস পরপর লেনদেনের নিষ্পত্তি হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরাসরি লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশ হলেও বাংলাদেশের কয়েকটি ব্যাংক ভারতের সঙ্গে সরাসরি লেনদেনও করছে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ওপর অনেক সময় চাপ বাড়ে। এই চাপ কমাতে সব লেনদেন আকুর মাধ্যমে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আকুর সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দুই মাস পরপর আমদানি–রপ্তানির লেনদেনের অর্থ পরিশোধ করতে হয়। এসব দেশের মধ্যে ভারত আমদানির বিনিময়ে যত অর্থ পরিশোধ করে, দেশটি অন্য দেশে পণ্য রপ্তানি থেকে তার চেয়ে বেশি ডলার আয় করে। ফলে ভারত ছাড়া অবশিষ্ট দেশগুলোকে আয়ের তুলনায় অতিরিক্ত ডলার খরচ করতে হয়।

ইসলামি ১০ ও সহকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর