হোম > অর্থনীতি

টিটির মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত পণ্য আমদানি করা যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন খুচরা ব্যবসায়ী সর্বোচ্চ ৫ লাখ টাকার পণ্য টেলিফোন ট্রান্সফার বা টিটির মাধ্যমে আমদানি করতে পারবেন। আমদানি নীতি আদেশ ২০২১-২৪ আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে গতকাল সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে একজন ব্যবসায়ী টিটির মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টাকার পণ্য আমদানির সুযোগ পেতেন। ব্যবসায়ীদের সুবিধার্থে এর পরিধি বাড়ানো হয়েছে। নতুন আমদানি নীতি আদেশে এ সুযোগ দেওয়া হয়েছে। এতে অনেক ব্যবসায়ী পণ্য আমদানির সুযোগ পাবেন। 

টেলিফোন ট্রান্সফার বা টিটির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এক ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা যায়। এত দিন এর মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করা যেত। এবার এর পরিসর বাড়িয়ে ৫ লাখ টাকা করা হলো। এতে ব্যবসায়ীদের পক্ষে কম সময়ে পণ্য আমদানি-বাবদ সরবরাহকারীর পাওনা পরিশোধ সম্ভব হবে। 

তবে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলতে হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কৃষিপণ্য আমদানি করতে হলে নিয়মকানুন অনুসরণ করতে হবে। এসব পণ্যে ব্যাকটেরিয়া ও ভাইরাসের জীবাণু রয়েছে কি-না, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরই সেগুলো দেশে প্রবেশের সুযোগ পাবে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কৃষিপণ্য দেশে ঢুকতে পারবে না।’ 

কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘হাইব্রিড সিড আমদানি করার পর বাংলাদেশ ধান গবেষণা পরিষদ ও কৃষি গবেষণা পরিষদ থেকে তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সে পরীক্ষায় উত্তীর্ণ হলেই তা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। 

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

ইপিবির প্রতিবেদন: বহুমাত্রিক চাপে ডিসেম্বরে রপ্তানি আয় কমল ১৪%

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে তেলের দাম বাড়বে নাকি কমবে

দেশে খাদ্য মজুত পাঁচ বছরে সর্বোচ্চ, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

বন্ধ হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা