হোম > অর্থনীতি

প্রবৃদ্ধির ছোঁয়া পেল অর্থনীতি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পরিবর্তিত পরিস্থিতিতে চলতি বছরের জুনের পর অর্থনীতির যে নিম্নগতি ও রুগ্‌ণ চেহারা লক্ষ করা গেছে, সেটি ছিল ভীষণ উদ্বেগজনক। তা সত্ত্বেও অর্থনীতির মূল স্তম্ভ কৃষি, শিল্প, সেবা ও নির্মাণ খাতসহ বিনির্মাণের অন্য কারিগরেরা থাকেননি বসে। নানা রকম প্রতিবন্ধকতার মধ্যেও তাঁরা উৎপাদন ও সেবা সরবরাহে থেকেছেন সচল। যার ওপর ভর করে অর্থনীতি একটু একটু করে ঊর্ধ্বমুখী হতে শুরু করে। সে ধারাবাহিকতায় সংকোচনের ধারায় আবর্তিত অর্থনীতি গত অক্টোবরে ফিরেছে সম্প্রসারণের ধারায়। এর মধ্য দিয়ে তিন মাস পর প্রবৃদ্ধির ছোঁয়া লাগল দেশের অর্থনীতিতে।

অর্থনীতির হালনাগাদ অবস্থায় তৈরি করা ‘পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স’ বা পিএমআই সূচক প্রতিবেদনে এমন তথ্যই স্পষ্ট হয়ে উঠেছে। প্রধান চারটি খাত কৃষি, শিল্প, সেবা ও নির্মাণ খাতে অর্থনীতি কতটা সংকোচন ঘটল বা সম্প্রসারিত হলো, তার জরিপভিত্তিক মানদণ্ড নির্ধারণ করে প্রতি মাসে এ সূচকটি যৌথভাবে প্রকাশ করে আসছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ (পিই)।

গতকাল বৃহস্পতিবার এমসিসিআইর এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা পিএমআই সূচকে দাবি করা হয়েছে, অক্টোবরের অর্থনীতি সেপ্টেম্বরের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫৫ দশমিক ৭ পয়েন্টে উঠেছে। এ সময় অর্থনীতির মূল চারটি খাতেরই সম্প্রসারণ ঘটেছে। এর মানে হচ্ছে, সংকোচনমুখী প্রবণতার ব্র্যাকেটবন্দী থেকে বেরিয়ে অর্থনীতি হাঁটতে শুরু করেছে সম্প্রসারণমূলক ধারায়।

মোট ১০০ নম্বরের মধ্যে এই পিএমআই সূচক প্রণয়ন করা হয়। পিএমআই মান ৫০-এর নিচে থাকার অর্থ হলো, অর্থনীতি সংকুচিত হয়েছে। তার বেশি হলে সম্প্রসারণ বোঝায়।

প্রতিবেদনমতে, অক্টোবরে অর্থনীতির মূল চারটি খাতের মধ্যে কৃষির পিএমআই সূচক দাঁড়িয়েছে ৫৩ পয়েন্ট, আগের মাসে যা ছিল ৪৭ পয়েন্ট। উৎপাদন খাতের সূচকের মান ছিল ৫৬ দশমিক ৬ পয়েন্ট। এই খাত অবশ্য অক্টোবরেও সম্প্রসারণের ধারায় ছিল। সেই মাসে এই সূচকের মান ছিল ৫২ দশমিক ৬ পয়েন্ট। এ ছাড়া নির্মাণ খাতের পিএমআই মান ছিল ৫০ দশমিক ১ পয়েন্ট, আগের মাসে যা ছিল ৪৬ পয়েন্ট। সেবা খাতের পিএমআই মান ছিল ৫৬ দশমিক ৯, আগের মাসে যা ছিল ৪৯ দশমিক ৪।

অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতের নতুন ব্যবসা ও অন্যান্য তৎপরতায় গতি এসেছে, যদিও এই খাতে কর্মসংস্থানের হার কমছে। উৎপাদন খাতের নতুন ব্যবসা, রপ্তানি, কারখানার উৎপাদন—সব ক্ষেত্রেই গতি এসেছে। কিন্তু এই খাতের আমদানি, কর্মসংস্থান, সরবরাহ—এসব ক্ষেত্রে এখনো সংকোচনের ধারা অব্যাহত রয়েছে। গত মাসে নির্মাণ খাতের সম্প্রসারণ হলেও গতি ছিল অন্যান্য খাতের মধ্যে সবচেয়ে কম।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাস পর অর্থনীতি সম্প্রসারণের ধারায় ফিরলেও চ্যালেঞ্জ রয়ে গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া, প্রশাসনিক কাজের গতি কমে যাওয়া—এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। এই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, ভবিষ্যতে অর্থনীতির মূল চারটি খাতের সম্প্রসারণ হবে ঠিক, কিন্তু গতি কমে যাবে।

এর আগে গত জুলাইয়ে দেশের অর্থনীতির প্রধান চারটি খাত সংকুচিত হয়। পিএমআই সূচকের মান ৩৬ দশমিক ৯-এ নেমে আসে, জুনে যা ছিল ৬৩ দশমিক ৯। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে পিএমআই সূচকের মান কমে যায় ২৭ পয়েন্ট। এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। সেপ্টেম্বরে পিএমআই সূচক ছিল ৪৯ দশমিক ৭, যা আগস্টে ছিল ৪৩ দশমিক ৫।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

পেঁয়াজ আমদানি: রাতারাতি পাইকারিতে দাম কমেছে কেজিতে ২৫ টাকা

বেক্সিমকো সুকুক: মূলধন ফেরত অনিশ্চিত, মেয়াদ বাড়ানোর সুপারিশ আইসিবির

বিশ্বব্যাংকের প্রতিবেদন: বিদেশি ঋণ বেড়েছে ৪২ শতাংশ, দ্বিগুণ হলো পরিশোধের চাপ

দিনে ১৫০০ টন পেঁয়াজ আমদানি, ভারতের চাষিদের মুখে হাসি ফেরাল বাংলাদেশ

৬ দিনে রেমিট্যান্স এল ৬৩ কোটি ২০ লাখ ডলার

নভেম্বরে কমেছে অর্থনীতির গতি

ফিকির নতুন সভাপতি রুপালী হক চৌধুরী

রিটার্ন দাখিল থেকে রেলওয়েকে অব্যাহতি

সরকারের আপত্তিতে ভোজ্যতেলের দাম ৩ টাকা কমানোর ঘোষণা ব্যবসায়ীদের