হোম > অর্থনীতি

সোনার দাম এখন ১ লাখ ৩৫ হাজার টাকা ভরি

আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। দেশের বাজারে এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়ল। ফলে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সোনার নতুন দাম নির্ধারণের কথা জানায়। নতুন দর বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে সর্বশেষ গত রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

অবশ্য রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১০০ টাকাই থাকছে।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি বুধবার থেকে বেড়ে হবে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। একইভাবে হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৯১ হাজার ৩৮ টাকা হচ্ছে। 

মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ৮৯ হাজার ২১৮ টাকা। তার মানে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ২ হাজার ৬১৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৭ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় বাড়ছে ১ হাজার ৮২০ টাকা।

এদিকে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। সোনার মূল্যবৃদ্ধির মূল কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো এবং লেবাননের ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা।

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে