হোম > অর্থনীতি

জীবনবিমার পর্ষদ সভায় সশরীর উপস্থিতি বাধ্যতামূলক

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের জীবনবিমা কোম্পানিগুলোর পরিচালকদের জন্য পর্ষদ সভায় সশরীর উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনিয়ম রোধে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

আইডিআরএ পরিচালক (অ্যাকচুয়ারি ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জীবনবিমা কোম্পানির পরিচালনা পর্ষদের সভা এবং এর অধীনস্থ কোনো কমিটির সভা ভার্চুয়ালি আয়োজন করা যাবে না। পরিচালকদের অবশ্যই প্রতিটি সভায় সরাসরি উপস্থিত থাকতে হবে। ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি দেশের জীবনবিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় পর্ষদ সভার নিয়ম যথাযথভাবে অনুসরণ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের পরিচালকদের অনেকে দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে ভার্চুয়ালি পর্ষদ সভায় অংশ নিচ্ছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে তাঁরা একাধিক অনিয়মের মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছেন। শুধু হোমল্যান্ড নয়, রূপালী লাইফ ইনস্যুরেন্সসহ আরও কয়েকটি জীবনবিমা কোম্পানির পরিচালকেরা বছরের পর বছর বিদেশে অবস্থান করে ভার্চুয়ালি কোম্পানি পরিচালনা করেছেন। এতে অনিয়ম বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অনিয়ম ঠেকাতে সরকার পরিচালকদের সশরীর উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন থেকে প্রতিটি পর্ষদ সভায় পরিচালকদের সরাসরি উপস্থিতি বাধ্যতামূলক, যা কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত