হোম > অর্থনীতি

স্বর্ণের দাম ভরিতে কমল ১২৮৪ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বোচ্চ দামের রেকর্ডের চার দিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে মূল্যবান এ ধাতুটির প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ২৮৪ টাকা। নতুন দাম বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত রোববার দেশে স্বর্ণের দামের রেকর্ড হয়। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম উঠেছিল ভরিতে ৮৪ হাজার ৫৬৪ টাকা। এর আগে দেশে কখনো এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা খাটি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন দাম অনুসারে প্রতি ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৮০ হাজার ৭১৪ টাকা। কমেছে ১ হাজার ২২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮ হাজার ১১৭ টাকা। যার সর্বশেষ দাম ৬৯ হাজার ১৬৭ টাকা, কমেছে ১ হাজার ৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৭ হাজার ৩৮৬ টাকা থেকে কমে ৫৬ হাজার ৪৫৩ টাকা হয়েছে। কমেছে ৯৩৩ টাকা।

তবে রুপার দাম আগের মতোই রয়েছে। আগের দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ

বাজারদর: সবজির দাম চড়া, চাল চিনি, মুরগিও ঊর্ধ্বমুখী

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা