হোম > অর্থনীতি

টাটা টেকনোলজির শেয়ার প্রথম দিনেই ৫০০ থেকে ১৪০০ রুপি 

শেয়ার বাজারে এসে প্রথম দিনই বাজিমাত করেছে টাটা টেকনোলজি। আজ বৃহস্পতিবার প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের মূল্য ১৮০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এ হিসেবে বলা যায়, ২০২৩ সালে ভারতীয় শেয়ার বাজারে এখন পর্যন্ত সবচেয়ে দর্শনীয় অভিষেকের ঘটনা এটি। 

প্রথম দিন বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) টাটা গ্রুপের এই শেয়ারের মূল্য উঠেছে ১১৯৯.৯৫ টাকা পর্যন্ত। একই সময়ে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই শেয়ারের দাম উঠে ১২০০ টাকা পর্যন্ত। তালিকাভুক্ত হওয়ার পর থেকেই টাটা টেকনোলজির শেয়ারের দাম বাড়তে শুরু করে। একপর্যায়ে তা ১৮০ শতাংশ পর্যন্ত বাড়ে। এতে কোম্পানির প্রায় ১৪০ শতাংশ লাভ হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিনিয়োগকারীদের জন্য টাটা টেকনোলজির আইপিও-তে লট সাইজের আকার ছিল-৩০। অর্থাৎ প্রতি শেয়ার ৫০০ রুপি করে কমপক্ষে ৩০টি শেয়ারে বিনিয়োগ করতে হয়েছিল বিনিয়োগকারীদের। এর ফলে ন্যূনতম বিনিয়োগ করা ব্যক্তিরা প্রায় ২১ হাজার টাকার লাভ পেয়েছেন। 

বিশেষজ্ঞেরা আশা করেছিলেন, টাটা টেকনোলজিসের শেয়ারের দাম ৫০০ থেকে ৯০০ রুপির মধ্যে হতে পারে। কিন্তু প্রত্যাশাকে ছাপিয়ে গেছে এই শেয়ারের দর। 

টাটা কোম্পানির এই শেয়ার থেকে যে বিপুল পরিমাণে লাভ পাওয়া যাবে—তা আগে থেকেই ধারণা করেছিলেন বহু বিনিয়োগকারী। আইপিও বন্ধের পরও কোম্পানিটির শেয়ার গ্রে মার্কেটে দারুণ পারফর্ম করছিল। 

 ২০০৪ সালের পর এই প্রথম টাটা কোম্পানির কোনো শেয়ার ছাড়া হলো বাজারে। আইপিও খোলার প্রথম দিনে মাত্র ১ ঘণ্টার মধ্যেই শতভাগ সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল।

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ