হোম > অর্থনীতি

ফের বেড়েছে আন্তব্যাংকে ডলারের বিক্রয়মূল্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে আন্তব্যাংক ডলারের বিক্রয়মূল্য ফের বেড়েছে। আজ বুধবার এক ব্যাংক অপর ব্যাংকের কাছে প্রতি ডলার বিক্রি করেছে ১০৬ টাকা ৯০ পয়সায়, যা গত মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। সেই হিসাবে এক দিনের ব্যবধানের এক ডলারের বিক্রয়মূল্য বেড়েছে ৭৫ পয়সা। 

একইভাবে ব্যাংকগুলো মধ্যে ডলারের গড় ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা ৩৭ পয়সা। এটি মঙ্গলবার ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। বুধবার এই আন্তব্যাংক ডলার বিক্রির রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাজারে ডলার ও টাকার জোগান-চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) বিবেচনায় ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার দেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ১০ টাকা ডলারে দাম বেড়ে যায়, এর বিপরীতে মান হারায় টাকা। গতকাল এক লাফে প্রতি ডলার সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সা দরে বিক্রি করে এবং তাদের ক্রয়মূল্য ছিল ১০১ টাকা ৬৭ পয়সা, যা তার আগের দিন ৯৬ টাকা ডলারের দাম ছিল। আর রিজার্ভ ছিল ৩৭.১৩ বিলিয়ন ডলারে। তবে ডলারের নতুন দাম কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দর নয়। ব্যাংগুলো নিজেদের মধ্যে এই দরে ডলার ক্রয়-বিক্রয় করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাফেদার বিবেচনায় ডলারের নতুন দাম প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাফেদার নির্ধারিত দরে ব্যাংকগুলো নিজেরা লেনদেন করবে এবং সেটি আন্তব্যাংক লেনদেন হিসাবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আগের মতো প্রতিদিন ডলার বিক্রি করবে না। তবে প্রয়োজন হলে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। কিন্তু আন্তব্যাংকের রেট বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির রেট হবে না।’ 

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স