হোম > অর্থনীতি

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। ছবি: সংগৃহীত

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার দেশের সকল ব্যাংকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

শওকত আলীর পাশাপাশি তার স্ত্রী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও এ নির্দেশনার আওতায় এসেছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়, এসব ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত যেকোনো ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে। একই সঙ্গে এসব হিসাবের ফরম, কেওয়াইসি (কাস্টমার ইনফরমেশন), লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য ২ জুলাইয়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের মধ্যে কিছু ‘সন্দেহজনক আর্থিক লেনদেনের’ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করেই অ্যাকাউন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যাংক হিসাব তদন্তের আওতায় এনেছে বিএফআইইউ। ইতোমধ্যে বহু ব্যক্তির অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। পাশাপাশি, বিষয়গুলো খতিয়ে দেখতে সংস্থাটি ১১টি যৌথ তদন্ত দলও গঠন করেছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা