হোম > অর্থনীতি

বাজার ভেদে আলাদা পেঁয়াজের দাম, এফবিসিসিআই সভাপতির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একেক বাজারে একেক দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। আজ রোববার দুপুরে সংগঠনের মতিঝিলের কার্যালয়ে নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

জসিম উদ্দিন বলেন, শ্যামবাজারে যে পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তা গুলশানে ৬০ টাকা, নিউমার্কেটে ৬৫ টাকা এবং শান্তিনগরে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, যে সবজি কারওয়ান বাজারে ২০ টাকায় বিক্রি হচ্ছে, তা গুলশান-বনানীর মার্কেটে ৪০ টাকা হয়ে যায়। বাজার ভেদে দামের এমন পার্থক্য কেন তা নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন করেন তিনি। 

এফবিসিসিআই সভাপতি বলেন, সম্প্রতি পেঁয়াজের দাম নিয়ে প্রতিদিনই গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হচ্ছে, এতে ব্যবসায়ীদের অতি মুনাফা এবং দুর্নীতিবাজ বলা হচ্ছে। গুটিকয়েক ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজ এই বদনামের ভাগিদার হতে পারে না। 

বাবুবাজার কদমতলী চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন বলেন, দেশের মোট জনসংখ্যা কত? জনসংখ্যা অনুপাতে দেশে চালের চাহিদা কত? সর্বশেষ এ সংক্রান্ত সঠিক কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। এ কারণে কখনো স্বাভাবিক আমদানি হয়, আবার কখনো সংকটে দাম অস্বাভাবিক বেড়ে যায়। 

বৈঠকে এফবিসিসিআই পক্ষ থেকে বিভিন্ন বাজারের পণ্যমূল্য সংগ্রহ করা হয় এবং সংগঠনের নেতারা ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা