হোম > অর্থনীতি

বাজার ভেদে আলাদা পেঁয়াজের দাম, এফবিসিসিআই সভাপতির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একেক বাজারে একেক দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। আজ রোববার দুপুরে সংগঠনের মতিঝিলের কার্যালয়ে নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

জসিম উদ্দিন বলেন, শ্যামবাজারে যে পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তা গুলশানে ৬০ টাকা, নিউমার্কেটে ৬৫ টাকা এবং শান্তিনগরে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, যে সবজি কারওয়ান বাজারে ২০ টাকায় বিক্রি হচ্ছে, তা গুলশান-বনানীর মার্কেটে ৪০ টাকা হয়ে যায়। বাজার ভেদে দামের এমন পার্থক্য কেন তা নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন করেন তিনি। 

এফবিসিসিআই সভাপতি বলেন, সম্প্রতি পেঁয়াজের দাম নিয়ে প্রতিদিনই গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হচ্ছে, এতে ব্যবসায়ীদের অতি মুনাফা এবং দুর্নীতিবাজ বলা হচ্ছে। গুটিকয়েক ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজ এই বদনামের ভাগিদার হতে পারে না। 

বাবুবাজার কদমতলী চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন বলেন, দেশের মোট জনসংখ্যা কত? জনসংখ্যা অনুপাতে দেশে চালের চাহিদা কত? সর্বশেষ এ সংক্রান্ত সঠিক কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। এ কারণে কখনো স্বাভাবিক আমদানি হয়, আবার কখনো সংকটে দাম অস্বাভাবিক বেড়ে যায়। 

বৈঠকে এফবিসিসিআই পক্ষ থেকে বিভিন্ন বাজারের পণ্যমূল্য সংগ্রহ করা হয় এবং সংগঠনের নেতারা ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা

পুঁজিবাজার: আবুল খায়ের হিরুর বার্তার পর বড় উত্থান