হোম > অর্থনীতি

পাইকারিতে দাম কমেছে, কমেনি খুচরায়

আয়নাল হোসেন ও মাহমুদ সোহেল

রাজধানীসহ দেশের বিভিন্ন মোকাম ও আড়তে আসতে শুরু করেছে বোরো মৌসুমের নতুন চাল। এতে পাইকারি চালের দাম কিছুটা কমেছে। তবে এর প্রভাব তেমন একটা নেই খুচরা বাজারে।

দেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলার চালকল মালিকরা জানিয়েছেন, ক’দিন আগেও মানভেদে ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চালের দাম ছিল দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ টাকা। বর্তমানে তা দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে বস্তাপ্রতি দাম কমেছে ৩০০ টাকা। লতা নামে পরিচিত বিআর-২৮ চাল আগে প্রতি বস্তা দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকা। বস্তা প্রতি দাম কমেছে ৫০০ টাকা।

নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা আজকের পত্রিকাকে বলেন, এ বছর বোরোর ফলন গত বছরের চেয়ে অনেক ভালো হয়েছে। বাজারে ধানের দামও কিছুটা কমেছে। আগে প্রতিমণ মিনিকেট ধানের দাম ছিল এক হাজার এক হাজার ১০০ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৯৫০ থেকে এক হাজার টাকায়। মূলত ধানের দাম কম থাকায় চালের দামও কিছুটা কমেছে। তবে বাজারে চালের দাম আর কমার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

পাইকারি বাজারে চালের দামও কমলেও এখন পর্যন্ত খুচরায় এর তেমন প্রভাব নেই। রাষ্ট্রয়াত্ব বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত বুধবার কেজিপ্রতি সরু চাল বিক্রি হয়েছে ৫৭ থেকে ৬৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫৮ থেকে ৬৫ টাকা। মাঝারি মানের চাল ৫২ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৫২ থেকে ৫৮ টাকা।

রামপুরা বাজারে নিয়মিত কেনাকাটা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিক হাসান। তিনি বলেন, এ বছর রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়েছে। নতুন চাল বাজারেও এসেছে। তারপরও চালের দাম কমছে না।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের