হোম > অর্থনীতি

১ অক্টোবর থেকে রেমিট্যান্সে ডলার প্রতি ১০৭ টাকা ৫০ পয়সা দেবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ এবং রপ্তানি বিল কেনার ক্ষেত্রে একক নীতি অনুসরণ করছে ব্যাংকগুলো। আজ সোমবার গৃহীত নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে প্রতি ডলার ১০৭ টাকা ৫০ পয়সায় রেমিট্যান্স সংগ্রহ করবে ব্যাংকগুলো।

ডলার প্রতি আগের দর ১০৮ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে নতুন দর স্থির করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম। সোনালী ব্যাংকের এমডি পদাধিকারবলে বাফেদার চেয়ারম্যান।

আফজাল করিম বলেন, এ বৈঠকের মাধ্যমে শুধুমাত্র রেমিট্যান্স কেনার ক্ষেত্রে আগের দাম সংশোধন করা হয়েছে। বাকিগুলোতে কোন পরিবর্তন আসেনি। এখন ১০৭ টাকা ৫০ পয়সায় রেমিট্যান্স এবং ৯৯ টাকায় রপ্তানি বিল সংগ্রহ করবে ব্যাংকগুলো।

আন্তব্যাংক ডলার লেনদেনের ক্ষেত্রে দুই দামের মধ্যবর্তী একটি সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী রেমিট্যান্স ও রপ্তানি বিলের গড় ১০৩ টাকা ২৫ পয়সা। তবে ব্যাংকগুলো চাইলে এই দরের সঙ্গে এক টাকা লাভ করে ১০৪ টাকা ২৫ পয়সায় অন্য ব্যাংকের কাছে ডলার বিক্রি করতে পারবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে আগামী অক্টোবরের ১ তারিখ থেকে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস