হোম > অর্থনীতি

পুঁজিবাজারের হালচাল নিয়ে ভ্রুক্ষেপ নেই কমিশনের

আসাদুজ্জামান নূর, ঢাকা

পুঁজিবাজারে টানা পতনে বিনিয়োগকারীরা পথে বসছেন, ক্ষোভে ফেটে পড়ছেন রাজপথে। চারপাশে আহাজারি ও আস্থার সংকট; অথচ খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের যেন বাজারের এই হালচাল নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। বাজারে টানা পতনে আস্থা যখন তলানিতে, তখন বিস্ময়কর নির্লিপ্ততায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ যুক্তরাষ্ট্রে গেছেন জুনিয়র কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে। বাজার-সংশ্লিষ্টদের একাংশ মনে করে, বাজারে আস্থা ফেরানোর জরুরি মুহূর্তে নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তার এই বিদেশ সফর বেশ অস্বস্তিকর।

৫ থেকে ৯ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ৩১তম আসরে ইউএস সিকিউরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই আমন্ত্রণ জানিয়েছিল।

সাধারণত সহকারী পরিচালক থেকে পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নিয়ে থাকেন; যেখানে নির্বাহী পরিচালকদের উপস্থিতি বিরল। এবার যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই প্রশিক্ষণে অংশ নিয়েছেন খোদ শীর্ষ কর্মকর্তা, যা অর্থ মন্ত্রণালয়ের এফআইডি (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) গত ২০ এপ্রিল অনুমোদন দেয়। এ বিষয়ে মার্চেন্ট ব্যাংকের এক শীর্ষ নির্বাহী আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কর্মসূচিতে নির্বাহী পরিচালকদের অংশগ্রহণ যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে চেয়ারম্যানের যাওয়া একেবারে বিস্ময়কর ও অপ্রত্যাশিত। এটা পৃথিবীর কোনো দেশের এসইসির ক্ষেত্রে হয়েছে কি না, তা জানা নেই।’

বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর মতে, কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নেওয়া উচিত কর্মকর্তাদের, চেয়ারম্যানের যাওয়া সমীচীন নয়। তবে এতে তাঁর একক দায় নেই। কারণ, সরকারি অনুমোদন ছাড়া তিনি যেতে পারতেন না।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, ‘এ প্রোগ্রামে যে কেউ যেতে পারেন। সরকারের আদেশ নিয়ে বিএসইসির চেয়ারম্যান সেখানে গেছেন। এটা শেষ করে উনি আবার ১২ থেকে ১৪ মে কাতারে আইএসকোর অনুষ্ঠানে যোগ দেবেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ শেষে কাতারে আইএসকোর বার্ষিক সভায় অংশ নেওয়ার কথা থাকলেও দেশে পুঁজিবাজারের টানা মন্দা ও বিনিয়োগকারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বিএসইসি চেয়ারম্যানকে ফিরিয়ে আনছে। আজ রোববার ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ শীর্ষক বৈঠকে অংশ নিতে তাঁকে প্রধান উপদেষ্টার ডাকে দেশে ফিরতে হচ্ছে।

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে