হোম > অর্থনীতি

মহামারির ধাক্কা খেয়েও উচ্চ প্রবৃদ্ধির পথে ভিয়েতনাম

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাপিয়ে যাওয়া দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ভিয়েতনাম করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলেও উচ্চ প্রবৃদ্ধির পথে রয়েছে ভিয়েতনাম।

সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ৬ থেকে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও, তা ছাড়িয়ে ৮ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কমিউনিস্ট পার্টিশাসিত দেশটির সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর তাদের রপ্তানি সাড়ে ৯ শতাংশ বেড়ে ৩৬ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ প্রবাহ ৬ দশমিক ৪ শতাংশ থেকে ১১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বেড়ে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হতে পারে।

সরকার বলছে, এশিয়ার অন্যতম শিল্প কেন্দ্র ভিয়েতনাম মহামারির ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। 

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বছরের বাকি সময় ‘নমনীয় ও দূরদর্শী’ মুদ্রা নীতি অনুসরণের পরিকল্পনা আছে দেশটির। আগামী বছরের জন্য নমনীয়ভাবে প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৬ শতাংশই রেখেছে তারা; আর মূল্যস্ফীতি সাড়ে ৪ শতাংশের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস