হোম > অর্থনীতি

দ্রুত মুনাফার লোভে দুর্বল শেয়ারে ঝোঁক

আসাদুজ্জামান নূর, ঢাকা

পুঁজিবাজারে মৌলভিত্তির শেয়ার না কিনে দুর্বল শেয়ারে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। ফলে বাড়ছে দুর্বল শেয়ারের দাম। এতে করে নতুন বিনিয়োগ না গিয়ে বাজার পর্যবেক্ষণ করছেন কৌশলী বিনিয়োগকারীরা। ফলে কমেছে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ।

পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে মুনাফার জন্য অপেক্ষা করতে হয়। এসব ভালো শেয়ারের দর খুব দ্রুত বাড়ে না। কিন্তু কারসাজির মাধ্যমে দ্রুত শেয়ারদর বাড়ানো হয় আর্থিকভাবে দুর্বল, লোকসানি, নিয়মিত লভ্যাংশ দেয় না এ রকম কোম্পানির। দ্রুত মুনাফার আশায় এসব কোম্পানির শেয়ার কেনেন বিনিয়োগকারীরা। এতে কেউ কেউ মুনাফা তুললেও সিংহভাগ লোকসানের মুখে পড়েন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, দ্রুত মুনাফা পাওয়া যাবে, এই আশায়ই বিনিয়োগকারীরা দুর্বল শেয়ার বিনিয়োগ করছেন। অনেক সময় তাঁরা মুনাফা পাচ্ছেনও। যাঁরা শেষ দিকে গিয়ে কেনেন, তাঁরা আটকে যাচ্ছেন। তারপর বিভিন্নজনকে দোষারোপ করছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, গত ছয় বছরে মুনাফার মুখ দেখেনি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। অথচ গতকাল ডিএসইতে দিনের সর্বোচ্চ বা প্রায় ১০ শতাংশ দর বেড়েছে শেয়ারটির। এ রকমভাবে কয়েক মাস ধরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আজিজ পাইপস, বিচ হ্যাচারি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডসহ অনেক দুর্বল কোম্পানি দর বাড়ার ক্ষেত্রে বাজারে নেতৃত্ব দিয়ে আসছে।

দুর্বল কোম্পানির আধিপত্যের কারণে নতুন বিনিয়োগে যাচ্ছেন না কৌশলী বিনিয়োগকারীরা। সাইডলাইনে থেকে বাজার পর্যবেক্ষণ করছেন তাঁরা, যার প্রভাবে পুঁজিবাজারে লেনদেন কমেছে।

গত ৪ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ কর্মদিবসে লেনদেন হয় দেড় হাজার কোটি টাকার বেশি। অথচ গত ৯ কর্মদিবসে তা হাজার কোটি টাকার নিচে অবস্থান করছে।

এ বিষয়ে পুঁজিবাজারের বড় পোর্টফোলিও থাকা বিনিয়োগকারী এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, এখন আর বিনিয়োগকারীরা আতঙ্কিত হন না। ভালো শেয়ারের দাম না বাড়লেও প্যানিক সেল দেন না।

ডিএসইর পরিচালক শরীফ আনোয়ার হোসেন বলেন, ভালো শেয়ারের দাম বাড়ছে না। এসব শেয়ার বিক্রি করছেন না বড় বিনিয়োগকারীরা। নতুনভাবে বিনিয়োগেও যেতে পারছেন না। 

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস