হোম > অর্থনীতি

সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ২৯ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায় চলতি জুন মাসে সাড়ে ১২ কেজির সিলিন্ডারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে ২৯ টাকা। এখন থেকে সাড়ে ১২ কেজির এলপিজির সিলিন্ডারের মূল্য ১৪৬২ টাকা, এই দাম গত মাসে ছিল ১৪৯১ টাকা।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন। এতে কেজিপ্রতি এলপিজির দাম গড়ে ৩ টাকা কমল। গত মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১১৯ টাকা ২৪ পয়সা, সেটা কমে এবার দাঁড়িয়েছে ১১৬ টাকা ৯৪ পয়সা।

নতুন দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। অভিযোগ রয়েছে, সাড়ে ১২ কেজির সিলিন্ডার বা ভোক্তা পর্যায়ে ৫ ও ১২ কেজির সিলিন্ডার বিইআরসির বেঁধে দেওয়া দামে দেশের কোথাও বিক্রি হয় না। বিইআরসির বেঁধে দেওয়া দাম থেকে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

এর আগে, গত ৪ মে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। আর ৬ এপ্রিল দেশে এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত