হোম > অর্থনীতি

সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ২৯ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায় চলতি জুন মাসে সাড়ে ১২ কেজির সিলিন্ডারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে ২৯ টাকা। এখন থেকে সাড়ে ১২ কেজির এলপিজির সিলিন্ডারের মূল্য ১৪৬২ টাকা, এই দাম গত মাসে ছিল ১৪৯১ টাকা।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন। এতে কেজিপ্রতি এলপিজির দাম গড়ে ৩ টাকা কমল। গত মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১১৯ টাকা ২৪ পয়সা, সেটা কমে এবার দাঁড়িয়েছে ১১৬ টাকা ৯৪ পয়সা।

নতুন দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। অভিযোগ রয়েছে, সাড়ে ১২ কেজির সিলিন্ডার বা ভোক্তা পর্যায়ে ৫ ও ১২ কেজির সিলিন্ডার বিইআরসির বেঁধে দেওয়া দামে দেশের কোথাও বিক্রি হয় না। বিইআরসির বেঁধে দেওয়া দাম থেকে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

এর আগে, গত ৪ মে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। আর ৬ এপ্রিল দেশে এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের