হোম > অর্থনীতি

সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ২৯ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায় চলতি জুন মাসে সাড়ে ১২ কেজির সিলিন্ডারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে ২৯ টাকা। এখন থেকে সাড়ে ১২ কেজির এলপিজির সিলিন্ডারের মূল্য ১৪৬২ টাকা, এই দাম গত মাসে ছিল ১৪৯১ টাকা।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন। এতে কেজিপ্রতি এলপিজির দাম গড়ে ৩ টাকা কমল। গত মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১১৯ টাকা ২৪ পয়সা, সেটা কমে এবার দাঁড়িয়েছে ১১৬ টাকা ৯৪ পয়সা।

নতুন দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। অভিযোগ রয়েছে, সাড়ে ১২ কেজির সিলিন্ডার বা ভোক্তা পর্যায়ে ৫ ও ১২ কেজির সিলিন্ডার বিইআরসির বেঁধে দেওয়া দামে দেশের কোথাও বিক্রি হয় না। বিইআরসির বেঁধে দেওয়া দাম থেকে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

এর আগে, গত ৪ মে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। আর ৬ এপ্রিল দেশে এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ