হোম > অর্থনীতি

সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ২৯ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায় চলতি জুন মাসে সাড়ে ১২ কেজির সিলিন্ডারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে ২৯ টাকা। এখন থেকে সাড়ে ১২ কেজির এলপিজির সিলিন্ডারের মূল্য ১৪৬২ টাকা, এই দাম গত মাসে ছিল ১৪৯১ টাকা।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন। এতে কেজিপ্রতি এলপিজির দাম গড়ে ৩ টাকা কমল। গত মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১১৯ টাকা ২৪ পয়সা, সেটা কমে এবার দাঁড়িয়েছে ১১৬ টাকা ৯৪ পয়সা।

নতুন দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। অভিযোগ রয়েছে, সাড়ে ১২ কেজির সিলিন্ডার বা ভোক্তা পর্যায়ে ৫ ও ১২ কেজির সিলিন্ডার বিইআরসির বেঁধে দেওয়া দামে দেশের কোথাও বিক্রি হয় না। বিইআরসির বেঁধে দেওয়া দাম থেকে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

এর আগে, গত ৪ মে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। আর ৬ এপ্রিল দেশে এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস