হোম > অর্থনীতি

প্রবাসীদের জন্য সুখবর, বেড়েছে রেমিট্যান্সে প্রণোদনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়েছে সরকার। এত দিন রেমিট্যান্সে ২ শতাংশ করে নগদ সহায়তা পেয়ে আসছিলেন প্রবাসীরা। আজ (১ জানুয়ারি, ২০২২) থেকে ২ দশমিক ৫ শতাংশ করে রেমিট্যান্সে প্রণোদনা দেবে সরকার। সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে সরকার কর্তৃক ২ শতাংশ প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি ২০২২ হতে কার্যকর হবে। সরকার কর্তৃক গৃহীত বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান সার্কুলার/নীতিমালা সংশোধনপূর্বক জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।’ 

২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার আগে রেমিট্যান্সে প্রণোদনা ২ শতাংশ থেকে ৪ শতাংশ করার দাবি জানিয়ে আসছিলেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে তা না বাড়িয়ে ২ শতাংশই রাখে সরকার। ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করলে তার জন্য সরকারের অতিরিক্ত ৪ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। দশমিক ৫ শতাংশ বাড়ানো ফলে সরকারের ১ হাজার কোটি টাকা অতিরিক্ত লাগবে।

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল