হোম > অর্থনীতি

বিমা খাতের দাপটে উত্থানে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে ফের দাপট দেখাচ্ছে বিমা খাত। লেনদেন ও দর বৃদ্ধির দিক দিয়ে টানা দুই দিন সাধারণ বিমার প্রাধান্য দেখেছেন বিনিয়োগকারীরা। ভালো দিন গেছে জীবন বিমায়ও। ফলে বিমাতে ভর করে তলানিতে নামা পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। সপ্তাহের শেষ কর্মদিবসে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক, লেনদেন সবই বেড়েছে। 

ডিএসইতে সূচক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মার। মোট সূচক বেড়েছে ১০ দশমিক ৪৯ পয়েন্ট। স্কয়ার ফার্মার কারণেই বেড়েছে ৫ দশমিক ৩৭ পয়েন্ট। তবে দর বৃদ্ধি পাওয়া ও হ্রাস পাওয়া কোম্পানির সংখ্যায় খুব একটা পার্থক্য নেই। সব মিলিয়ে বেড়েছে ৭৫টি কোম্পানির শেয়ারদর, কমেছে ৭৬টির, ১৫৬টি কোম্পানির শেয়ার আগের দিনের দরে হাতবদল হয়েছে। 

দর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে ৪০টিই সাধারণ বিমা খাতের। এই খাতে একটির লেনদেন হয়নি আর একটি কোম্পানি দর হারিয়ে লেনদেন শেষ করেছে। সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া ১০টি কোম্পানির মধ্যে সাতটিই ছিল সাধারণ বিমা খাতের। 

সাধারণ বিমার মতো জীবন বিমা খাতেও চাঙা ভাব দেখা গেছে। এই খাতের ১৫টি কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে ১৪টির। দর বেড়েছে ৮টির, ছয়টি আগের দিনের দরে হাতবদল হয়েছে। অন্য কোনো খাতে এমন প্রবণতা দেখা যায়নি। 

লেনদেন কিছুটা বেড়ে হয়েছে ৫৫৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা, যা আগের দিন ছিল ৫১২ কোটি টাকার কিছুটা বেশি। 

পোশাকশিল্পের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ

দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট

সংশোধিত এডিপি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান