হোম > অর্থনীতি

ক্রেতা খরার বাজারেও আকাশছোঁয়া দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোথাও জমে আছে কাঁদা, কোথাও থইথই করছে পানি। এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ভোর থেকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিকেল পর্যন্ত বাজারে ক্রেতা সমাগম ছিল অনেকটাই কম। ক্রেতা খরা থাকলেও সব ধরনের নিত্যপণ্যের দাম ছিল আকাশছোঁয়া। 

রামপুরা, মেরাদিয়া ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে চালের দাম। সরু চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়ে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৭২-৭৪ টাকায় আর নাজিরশাইল ৭২-৭৮ টাকায়। মোটা চালের দামও বেড়েছে। আটাশসহ বিভিন্ন জাতের মোটা চাল প্রতি কেজি ৫৮-৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। 

ঊর্ধ্বগতির বাজারে পেঁয়াজ, আলুসহ অন্যান্য সবজির উল্লম্ফন অব্যাহত আছে। শুক্রবার বাজারে প্রতি কেজি লাল আলু ৬২-৬৫ টাকা ও সাদা আলু ৬০-৬২ টাকা দরে বিক্রি হয়েছে। আর বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে পেঁয়াজের দাম বেড়ে এখন দেড় শ ছোঁয়ার পথে। শুক্রবার বাজারে জাত ও মান ভেদে পেঁয়াজ ১২০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। ফার্মের বাদামি ডিম ৫০-৫২ টাকা হালি দরে বিক্রি হতে দেখা গেছে। 

সপ্তাহের ব্যবধানে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে সবজির দাম। ১০০ টাকার নিচে খুব কম সবজিই পাওয়া যাচ্ছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। বেগুন প্রতি কেজি ১২০-১৩০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ৮০-৮৫ টাকা, পেঁপে ৬০-৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ১০০-১৩০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, বরবটি ১৪০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, করলা ১৪০ টাকা, পটল ৬০-৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। কমের মধ্যে আছে কেবল মিষ্টি কুমড়া, সেটার দামও কেজি প্রতি ৫০ টাকা। কাঁচা মরিচের দাম আরও বেড়ে প্রতি কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির চড়াদামের কারণে একাধিক ক্রেতাকে পিস হিসেবে বেগুন, চিচিঙ্গা, টমেটোসহ বিভিন্ন সবজি কিনতে দেখা গেছে। 

মেরাদিয়া বাজারে সবজি কিনতে আসা ইসমত আরা বলেন, সবজির যা দাম। বেগুন, চিচিঙ্গা দুইটা তিনটা করে কিনতেছি। 

সবজির চড়াদামের কারণ জানতে চাইলে রামপুরা বাজারের বিক্রেতা সজীব মিয়া বলেন, বৃষ্টিতে অনেক সবজি পঁচবো। সেই দাম তো তুলতে হইব। তাছাড়া সবজি কিনতেও হইতেছে বেশি দামে। তাই বেচার সময়ই বেশি দাম রাখা লাগে। এইখানে আমগো হাত নাই। 

চাল, পেঁয়াজসহ বিভিন্ন সবজির আকাশছোঁয়া দামের কারণ সম্পর্কে জানতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। 

সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরু ও খাসির মাংস আগের মতোই কেজিপ্রতি যথাক্রমে ৭৮০ টাকা এবং এক হাজার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়