হোম > অর্থনীতি

৬ ব্যাংকে এলসি নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়ম, দুর্নীতি ও বেনামি ঋণের অভিযোগ থাকায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকের নতুন করে ঋণ বিতরণ ও এলসির ওপর বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সেসব ব্যাংকের গ্রাহক ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর এলসি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। 

একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তিন হাজার কোটি টাকার সহজ ঋণ চেয়েছে সংগঠনটি। এ ছাড়া রপ্তানি উন্নয়ন তহবিলের সীমা আর না কমানোরও দাবি জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করতে এসে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, গভর্নরের সঙ্গে দেখা করে বিজিএমইএর নেতারা জানান, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তিন হাজার কোটি টাকার সহজ ঋণের দাবি জানান তাঁরা। এসব ঋণের সুদসহ আগামী ১ বছরের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।

এর আগে দুপুরে আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএর নেতারা।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা