হোম > অর্থনীতি

এসএমই ফাউন্ডেশন-ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার শাহ আলম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিজনেস এডিটর শাহ আলম খান। ছবি: আজকের পত্রিকা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার: চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব নিয়ে প্রতিবেদন করে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিজনেস এডিটর শাহ আলম খান।

আজ বুধবার (২ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ আলম খানের হাতে ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

‘প্রযুক্তির ছোঁয়া নেই ৯৫ শতাংশ প্রতিষ্ঠানে: ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কারের মনোনয়ন পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য শাহ আলম খান এর আগে ‘বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন। ইআরএফের পুরস্কার ছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য হিসেবে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যম থেকে মোট ২১ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ইআরএফ সদস্য ছাড়াও সদস্যবহির্ভূত সাংবাদিকেরাও পুরস্কার পেয়েছেন।

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স