হোম > অর্থনীতি

স্বর্ণের দাম ভরিতে কমল দেড় হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরি প্রতি দেড় হাজার টাকা কমানো হয়েছে। 

বৃহস্পতিবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। 

এতে বলা হয়, চলমান করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণে দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা করা হয়েছে।

এ ছাড়া নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ধরা হয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের দাম ধরা হয়েছে ৬০ হাজার ৬৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।

অন্যদিকে অপরিবর্তিত রুপার দাম আগের মতোই ২২ ক্যারেটে এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ২১৫ টাকা এ ছাড়া সনাতন পদ্ধতিতে ৯৩৩ টাকাই থাকছে। 

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল