হোম > অর্থনীতি

এয়ারলাইন অব দ্য ইয়ারের টাইটেল স্পনসর ট্রিপ লাভার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সব এয়ারলাইনের মধ্য থেকে সেরা সেবা প্রদানকারীদের (এয়ারলাইন অব দ্য ইয়ার) নির্বাচন করা হবে। সেই লক্ষ্যে নিয়মিত ভ্রমণকারীদের মতামত জরিপ কার্যক্রম শুরু হয়েছে। অ্যাভিয়েশন ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটরের উদ্যোগে আয়োজিত এই জরিপে টাইটেল স্পনসর হিসেবে সহায়তা করছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ লাভার। বাংলাদেশ মনিটর তাদের বাৎসরিক কার্যক্রম হিসেবে ২০০৭ সালে বাংলাদেশে ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ প্রবর্তন করে। 

গতকাল বুধবার রাজধানীতে বাংলাদেশ মনিটরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে টাইটেল স্পনসর সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল এবং ট্রিপ লাভারের ব্যবসা উন্নয়নবিষয়ক প্রধান নিশা তাসনীম শেখ। উভয় প্রতিষ্ঠান তাঁর নিজস্ব চ্যানেলের মাধ্যমে জরিপের সার্বিক প্রচার চালাবে। 

যে ১১টি ক্যাটাগরিতে এয়ারলাইনগুলোর সেবার মান নিয়ে মতামত প্রদান করা যাবে—সেরা বিজনেস শ্রেণি, সেরা ইকোনমি শ্রেণি, বিজনেস শ্রেণিতে সেরা খাবার, ইকোনমি শ্রেণিতে সেরা খাবার, সেরা আঞ্চলিক এয়ারলাইন, সেরা দূরপাল্লার এয়ারলাইন, সর্বাধিক জনপ্রিয় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার (লয়্যাল্টি) প্রোগ্রাম, সেরা বাজেট এয়ারলাইন, কার্গো এয়ারলাইন অব দ্য ইয়ার এবং এয়ারলাইন অব দ্য ইয়ার। দেশীয় এয়ারলাইনগুলোর জন্য অতিরিক্ত দুটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে—সেরা অনটাইম পারফরম্যান্স এবং ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার। এ বছরই প্রথম ‘সেরা এয়ারপোর্ট লাউঞ্জ’ শীর্ষক নতুন একটি ক্যাটাগরি প্রবর্তন করা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, ‘আমাদের উদ্দেশ্য হলো গ্রাহকদের চোখ দিয়ে এয়ারলাইনগুলোর সেবা যাচাই এবং নিজস্ব সেবার মান উন্নয়নে এয়ারলাইনগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা। কার্যক্রমের সফল বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ লাভারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।’ 

নিশা তাসনীম শেখ তাঁর বক্তব্যে বলেন, ‘গ্রাহকদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগের কারণে আমরা অনুধাবন করেছি যে, গ্রাহক সন্তুষ্টি অর্জনে এয়ারলাইনগুলোর আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। আমরা আমাদের সব গ্রাহককে এই মতামত জরিপে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি, যার মাধ্যমে তাঁরা বাংলাদেশে এয়ারলাইন সেবার মানোন্নয়নে নিজস্ব ভূমিকা রাখতে সক্ষম হবেন।’ দেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশ মনিটরের সঙ্গে যুক্ত হতে পারাটা আনন্দের বলেও উল্লেখ করেন তাসনীম। 

 ২০২১ ও ২০২২ সালে যাঁরা ন্যূনতম চারবার আকাশভ্রমণ করেছেন, তাঁরাই অনলাইনে নিজের পছন্দের এয়ারলাইনের পক্ষে ভোট প্রদান করতে পারবেন। সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত।

বিভিন্ন পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জুরি প্যানেল জরিপের ভিত্তিতে সেরা এয়ারলাইনগুলোকে নির্বাচিত করবেন। চলতি বছরের জুন মাসে আয়োজিত এক গালা অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর নাম ঘোষণা ও স্বীকৃতি প্রদান করা হবে। 

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা