হোম > অর্থনীতি

জিডিপি, মূল্যস্ফীতির প্রকৃত তথ্য প্রকাশের প্রতিশ্রুতি পরিকল্পনা উপদেষ্টার

এখন থেকে অর্থনীতি ও বিভিন্ন সামাজিক সূচকের সঠিক তথ্য সঠিক সময়ে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাড়িয়ে-কমিয়ে তথ্যের গরমিল বা এই তথ্য প্রকাশের কোনো সুযোগ রাখা হবে না। মূল্যস্ফীতি ও জিডিপির হালনাগাদ প্রকৃত তথ্যই এখন থেকে প্রকাশ পাবে। যথাযথ নীতি প্রণয়নের জন্য এই প্রকৃত তথ্য-উপাত্ত খুবই দরকার।

গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন আহমেদ এমন প্রতিশ্রুতি দেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার প্রথম কর্মদিবস।  

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যের শুদ্ধতা নিশ্চিতে পরিসংখ্যান ব্যুরো যাতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারে, তার জন্য বিবিএসের সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও নজর রাখার কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।

মূল্যস্ফীতিবিষয়ক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অস্বীকার করে লাভ নেই, খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে ১৪ শতাংশের ওপরে উঠে গেছে। যদিও গত কয়েক দিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্যের সরবরাহ চেইনে বিঘ্ন ঘটে। এই সরবরাহে বিঘ্ন ঘটলে দাম বেড়ে যায়। এ বাস্তবতায় সবার মতো অন্তর্বর্তী সরকারও মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। এর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মেগা প্রকল্পে অর্থছাড় বড় হয় উল্লেখ করে সালেহ উদ্দিন জানান, মেগা প্রকল্পের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে অন্তর্বর্তী সরকার আপাতত অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত প্রকল্প চালু রাখতে চায়। যে কারণে শুধু জরুরি প্রকল্প ব্যয়েই অর্থের জোগান দেওয়া হবে। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার তালিকা তৈরির বিষয়ে আলোচনা চলছে। মূলত কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে, এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি।  

উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা দূর করতে হবে। এক রাস্তা একবার সিটি করপোরেশন খোঁড়ে, আবার ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ খোঁড়ে। এতে অর্থের অপচয় হয়; দুর্ভোগ বাড়ে মানুষের। দেখা যায়, একই বিষয়ে চারটি বিভাগ অর্থ ব্যয় করে; একই কাজ একাধিকবার করতে হয়। এসব বন্ধ করে কাজের মানোন্নয়ন করার পরামর্শ দেন তিনি। 

দেশে খাদ্য মজুত পাঁচ বছরে সর্বোচ্চ, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

বন্ধ হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

এলপিজি ও নিত্যপণ্যের দামে নৈরাজ্য: সিন্ডিকেট ঠেকাতে ক্যাবের ৭ দফা দাবি

ব্যবসায়ীরা বাদ, বাংলাদেশসহ প্রতিবেশী দেশে সরাসরি কয়লা বেচবে ভারত

ডিসেম্বরেই ভ্যাট নিবন্ধন ১ লাখ ৩১ হাজার

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন