হোম > অর্থনীতি

লাখ ছুঁই ছুঁই সোনার ভরি

দেশের বাজারে ভালো সোনার দাম লাখ ছুঁই ছুঁই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারণ করে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) ভরি ৯৯ হাজার ১১০ টাকা। রোববার (২ এপ্রিল) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

দেশের ইতিহাসে এটিই এই মূল্যবান ধাতুর সর্বোচ্চ দাম। 

আজ শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের স্বাক্ষর করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির ফলেই নতুন করে এই দাম বাড়ানো হয়েছে। 

নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৬২০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮১ হাজার ৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫৭০ টাকা। 

এদিকে রুপার দাম পরিবর্তন হয়নি, আগের দামই রয়েছে। ২২ ক্যারেট ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে ১ হাজার ৫০ টাকা।

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে