পেমেন্ট গেটওয়ে এসএসএল ও সূর্য পে’তে আটকে থাকা ১ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৫৮৫ টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের ৩৫ গ্রাহক। ৩৫ গ্রাহকের পক্ষে ই-মেইল ও ডাকযোগে আজ মঙ্গলবার ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এই নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার ৫ দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ব্যারিস্টার পল্লব জানান, ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের ৩৫ জন গ্রাহক গত বছর বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধ করলেও এখনো পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি। আইন অনুযায়ী কোনো ই-কমার্স প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ ফেরত প্রদানের বাধ্যবাধকতা রয়েছে।