হোম > অর্থনীতি

৩ বিমা কোম্পানির সিইও নিয়োগে আইডিআরএর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি তিন সাধারণ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কোম্পানি তিনটি হল– ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স ও আর গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

সিইও নিয়োগের অনুমোদন দিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠি আজ মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই চিঠির অনুলিপি কোম্পানির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো হয়েছে।

কোম্পানি তিনটির মধ্যে তালুকদার মো. জাকারিয়া হোসেনকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত ৫ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৩ বছর সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুহাম্মদ আবু বক্কর সিদ্দিককে ৩ বছরের জন্য জনতা ইন্স্যুরেন্সের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দায়িত্বপালনের সময় হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২৮ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আর ফিনিক্স ইন্স্যুরেন্সের সাবেক সিইও জামিরুল ইসলাম গ্লোবাল ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ পেয়েছেন। ১৩ মার্চ থেকে আগামী ২০২৮ সালের ১২ মার্চ পর্যন্ত ৩ বছর তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা