হোম > অর্থনীতি

৩ বিমা কোম্পানির সিইও নিয়োগে আইডিআরএর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি তিন সাধারণ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কোম্পানি তিনটি হল– ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স ও আর গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

সিইও নিয়োগের অনুমোদন দিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠি আজ মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই চিঠির অনুলিপি কোম্পানির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো হয়েছে।

কোম্পানি তিনটির মধ্যে তালুকদার মো. জাকারিয়া হোসেনকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত ৫ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৩ বছর সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুহাম্মদ আবু বক্কর সিদ্দিককে ৩ বছরের জন্য জনতা ইন্স্যুরেন্সের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দায়িত্বপালনের সময় হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২৮ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আর ফিনিক্স ইন্স্যুরেন্সের সাবেক সিইও জামিরুল ইসলাম গ্লোবাল ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ পেয়েছেন। ১৩ মার্চ থেকে আগামী ২০২৮ সালের ১২ মার্চ পর্যন্ত ৩ বছর তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস