হোম > অর্থনীতি

৩ বিমা কোম্পানির সিইও নিয়োগে আইডিআরএর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি তিন সাধারণ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কোম্পানি তিনটি হল– ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স ও আর গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

সিইও নিয়োগের অনুমোদন দিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠি আজ মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই চিঠির অনুলিপি কোম্পানির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো হয়েছে।

কোম্পানি তিনটির মধ্যে তালুকদার মো. জাকারিয়া হোসেনকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত ৫ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৩ বছর সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুহাম্মদ আবু বক্কর সিদ্দিককে ৩ বছরের জন্য জনতা ইন্স্যুরেন্সের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দায়িত্বপালনের সময় হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২৮ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আর ফিনিক্স ইন্স্যুরেন্সের সাবেক সিইও জামিরুল ইসলাম গ্লোবাল ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ পেয়েছেন। ১৩ মার্চ থেকে আগামী ২০২৮ সালের ১২ মার্চ পর্যন্ত ৩ বছর তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত