হোম > অর্থনীতি

বাড়ল উড়োজাহাজের জ্বালানি তেলের দাম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রতীকী ছবি

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ২ পয়সায়। আন্তর্জাতিক রুটে প্রতি লিটারের দাম ৬০ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে ৬৪ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন দাম ঘোষণা করে। নতুন দর গতকাল রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে দেশের জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে নির্বাহী আদেশে দাম নির্ধারণের পদ্ধতি বাতিল করে। পরে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১-এর মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় বিইআরসিকে। এরপরই ২০২৪ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়।

বিইআরসি আগেই জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতি মাসে জেট ফুয়েলের দামের সমন্বয় করা হবে। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে এবং কমলে কমবে।

প্রসঙ্গত, গত মে মাসে বিইআরসি প্রথমবার জেট ফুয়েলের দাম নির্ধারণ করে। তখন অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ দশমিক ৫৭ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্ট থেকে কমিয়ে ৬০ সেন্ট করা হয়েছিল।

বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে জেট ফুয়েলের বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ টন। পরের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪১ হাজার ৩৩ টনে।

এদিকে, নতুন দরের বিরোধিতা করে আজ বিইআরসিকে একটি চিঠি দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাব জানিয়েছে, জেট ফুয়েলের বিতরণ চার্জ বাড়ানোর যৌক্তিক কোনো ভিত্তি নেই এবং তারা এই বাড়তি দামের প্রতিবাদ জানাচ্ছে।

সংগঠনটি দাবি করেছে, ক্যাব ও বিইআরসির মধ্যে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির আগপর্যন্ত নতুন দাম কার্যকর না করতে।

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ