হোম > অর্থনীতি

বাড়ল উড়োজাহাজের জ্বালানি তেলের দাম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রতীকী ছবি

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ২ পয়সায়। আন্তর্জাতিক রুটে প্রতি লিটারের দাম ৬০ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে ৬৪ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন দাম ঘোষণা করে। নতুন দর গতকাল রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে দেশের জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে নির্বাহী আদেশে দাম নির্ধারণের পদ্ধতি বাতিল করে। পরে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১-এর মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় বিইআরসিকে। এরপরই ২০২৪ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়।

বিইআরসি আগেই জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতি মাসে জেট ফুয়েলের দামের সমন্বয় করা হবে। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে এবং কমলে কমবে।

প্রসঙ্গত, গত মে মাসে বিইআরসি প্রথমবার জেট ফুয়েলের দাম নির্ধারণ করে। তখন অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ দশমিক ৫৭ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্ট থেকে কমিয়ে ৬০ সেন্ট করা হয়েছিল।

বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে জেট ফুয়েলের বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ টন। পরের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪১ হাজার ৩৩ টনে।

এদিকে, নতুন দরের বিরোধিতা করে আজ বিইআরসিকে একটি চিঠি দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাব জানিয়েছে, জেট ফুয়েলের বিতরণ চার্জ বাড়ানোর যৌক্তিক কোনো ভিত্তি নেই এবং তারা এই বাড়তি দামের প্রতিবাদ জানাচ্ছে।

সংগঠনটি দাবি করেছে, ক্যাব ও বিইআরসির মধ্যে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির আগপর্যন্ত নতুন দাম কার্যকর না করতে।

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল