হোম > অর্থনীতি

জার্মানির বন্দর ছাড়ল সেই বাংলাদেশি জাহাজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চার দিন আটক থাকার পর জার্মানির ব্রেমেন বন্দর ছাড়ল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার অগ্রদূত। স্থানীয় সময় শুক্রবার জাহাজটি জার্মানি ছাড়ে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

এর আগে জাহাজটির ২৭টি ত্রুটি শনাক্ত করে সেটিকে আটক করা হয়েছিল বলে জানিয়েছিল জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল বা পিএসসি। জাহাজটিকে গত সোমবার আটক করা হয়। 

জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে নির্মিত এই জাহাজ বাংলাদেশে নিবন্ধিত হয় ২০১৯ সালে। প্রায় ৩৯ হাজার টন তেল পরিবহন ক্ষমতার জাহাজটি কেনা হয়েছে চীন থেকে। অসংখ্য ত্রুটি নিয়ে জাহাজটি আটকের ঘটনায় গত বৃহস্পতিবার বাংলাদেশের নিবন্ধনকারী কর্তৃপক্ষ নৌ বাণিজ্য কার্যালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আটকের ঘটনায় উদ্বেগের বিষয় উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, বেশির ভাগ ত্রুটিই জাহাজ ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পর্কিত। এটি দুর্বল ব্যবস্থাপনা ও পরিচালনার প্রতিফলন। বারবার এ ধরনের ঘটনার কারণে যাতে ওই সব অঞ্চলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কালো তালিকাভুক্ত না হয়, সে জন্য কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করার কথা বলা হয়েছে আদেশে। 

নতুন এই জাহাজ সময় ভিত্তিতে সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে। তবে জাহাজে কর্মরত নাবিকেরা  বাংলাদেশি। 

জাহাজটি নিয়ে শিপিং করপোরেশনের এমডি কমোডর সুমন মাহমুদ জানিয়েছিলেন, জাহাজের নির্মাণ-সংক্রান্ত কোনো ত্রুটি নেই। তবে করোনার কারণে কাগজপত্র হালনাগাদ না করায় এই সমস্যা হয়েছে।

দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট

সংশোধিত এডিপি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা