হোম > অর্থনীতি

বিশ্বে খাদ্যপণ্যের দাম এক দশকে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বে গত ১০ বছরের মধ্যে খাদ্যপণ্যের দাম বর্তমানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, গত বছর খাদ্যপণ্যের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্ববাজারে এক দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে নিত্য খাদ্যপণ্যের দাম।

এফএওর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী শস্য ও ভোজ্যতেলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। 

এফএও জানিয়েছে, এক বছর আগের তুলনায় শস্যের দাম ২২ শতাংশের বেশি বৃদ্ধির পাশাপাশি  চলতি বছরের অক্টোবরে ভোজ্যতেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে নতুন রেকর্ড হয়। আর মহামারির কারণে এক বছরের বেশি সময় পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যের দামও বেড়েছে প্রায় ১৬ শতাংশ। 

এফএওর তথ্যমতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পেছনে গমের মূল্যবৃদ্ধি একটি বড় কারণ। গত ১২ মাসে বিশ্ববাজারে গমের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। রাশিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ গম রপ্তানিকারক প্রধান দেশগুলোতে চাষাবাদ কমে যাওয়ায় দাম বেড়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহে বিঘ্ন ঘটা, কারখানা বন্ধ থাকা ও রাজনৈতিক অস্থিরতাকে চিহ্নিত করা হয়েছে। 

কৃষি ব্যবসা বিশেষজ্ঞ পিটার বাট বিবিসিকে বলেন, `শস্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উৎপাদন কমছে, তাই দাম বাড়ছে। বিশ্বের অনেক অঞ্চলে চাষাবাদ ও কৃষি খুব খারাপ সময় পার করছে।'

এ ছাড়া পাম, সয়াবিন, সূর্যমুখী বীজ ও রাই সরিষার দাম বাড়ার কারণে বেড়েছে ভেজিটেবল অয়েলের দাম। লোকবল সংকট এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিবহনব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া খাদ্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ। দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম প্রায় ১৬ শতাংশ বাড়ার কারণ হিসেবে প্রায় এক বছর পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়াকে দায়ী করা হয়েছে। 

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা