নাটোরে আরও একটি শিল্পপার্ক স্থাপন করবে প্রাণ-আরএফএল গ্রুপ। সেখানে নুডলস, মসলা, সরিষার তেল ও ফিশ প্রসেসিং প্ল্যান্ট করার পরিকল্পনা রয়েছে গ্রুপটির। ফলে নতুন করে নাটোরে আরও ১ হাজার লোকের কর্মসংস্থান হবে। এ ছাড়া জেলার অন্তত ১০ হাজার শিক্ষিত যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিতে চায় গ্রুপটি। এ পর্যন্ত নাটোরে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে প্রাণ-আরএফএল।
গত বুধবার নাটোরে প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানার দুই যুগ পূর্তি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এসব কথা বলেন।
কামরুজ্জামান কামাল বলেন, দেশে প্রাণ-আরএফএল গ্রুপের উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।