হোম > অর্থনীতি

ফস্টার সচল না করলে আমরণ অনশনের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসক্রো সেবাদাতা প্রতিষ্ঠান ফস্টারে আটকে থাকা টাকা ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিউকম ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের (কিউসিএ) উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এ সময় ভুক্তভোগী গ্রাহকেরা ১০ দিনের মধ্যে ফস্টারের ব্যাংক হিসাব সচল করা না হলে আমরণ অনশনের হুমকি দেন। 

কিউসিএর সভাপতি মোহাম্মদ জেসি বলেন, ফস্টার স্বীকার করেছে যে কিউকমের প্রায় ৪০০ কোটি টাকা তাদের কাছে আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ফস্টারের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে বলে আমরা টাকাগুলো পাচ্ছি না। 

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী আব্দুল আজিজ জানান, কিউকমে তাঁর ১০ লাখ টাকা আটকে আছে। তিনি বলেন, আমরা ফস্টারের মাধ্যমে টাকা দিয়েছিলাম। ফস্টার আমাদের রিফান্ডও দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। কিউকমের মালিককেও জেলে ঢোকানো হইছে। আমরা এখন টাকা পাবো কেমনে? 

ফস্টারকে নজরদারির মধ্যে রেখে খুলে দিয়ে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। 

আবদুর রহিম নামের এক ভুক্তভোগী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় নীতিমালা দেওয়ার পরে আমরা কিউকমে বিনিয়োগ করছি। তাহলে আমরা এখন কেন টাকা পাচ্ছি না। 

গ্রাহকেরা বলেন, পেমেন্ট গেটওয়ে টাকা আটকে রেখেছে। সেটা উদ্ধারের ব্যবস্থা না করে কিউকমের মালিকদের জেলে ঢোকানো হলো। তাহলে আমাদের টাকা দেবে কে? 

মানববন্ধনে আসা ভুক্তভোগীদের চার দফা দাবিগুলো হলো-

 ১. ফস্টারকে বাংলাদেশ ব্যাংক তাদের নজরে রেখে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য অনুমতি দেওয়া। 

 ২. আইনি নজরে রেখে রিপন মিয়াকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া এবং দ্রুত মুক্তি দেওয়া। দারির মধ্যে রেখে আইনি কাঠামোর মাধ্যমে কিউকমকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া। 
 
৩. ফস্টারে কিউকম গ্রাহকদের আটকানো টাকা ৭ থেকে ১০ দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া।

 ৪. ফস্টারের সিস্টেম অটোমেশন করা। 

অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের মালিক রিপন মিয়া বর্তমানে কারাগারে আছেন। গত ৪ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন কর আসছেন ভুক্তভোগীরা।

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সেবা শতভাগ অনলাইনে

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড