হোম > অর্থনীতি

তুরস্ককে কৃষি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টার

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ছবি: সংগৃহীত

তুরস্ককে বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন আজ বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে কৃষি যান্ত্রীকিকরণ, কৃষি পণ্য রপ্তানি, উন্নত জাতের তুলা চাষ ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

রাষ্ট্রদূত বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। দেশের টেক্সটাইল যন্ত্রপাতি ও কেমিক্যালের অন্যতম সরবরাহ কারি তুরস্ক।

কৃষিক্ষেত্রেও তুরস্কের কাজের আগ্রহ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের অন্যতম তুলা উৎপাদন কারি দেশ হিসেবে এ বিষয়ে তাদের দক্ষতা রয়েছে। বাংলাদেশের তুলা উন্নয়নে গবেষণাগার স্থাপন ও উন্নত তুলার ভ্যারাইটি উদ্ভাবনে তাঁর দেশ সহযোগিতা করছে।

রাষ্ট্রদূত কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক কৃষি ব্যবস্থা অনেকাংশেই যন্ত্র নির্ভর হয়ে গেছে। বাংলাদেশ চাইলে তাঁরা এ বিষয়ে কাজ করতে আগ্রহী।

কৃষি উপদেষ্টা দেশের কৃষি খাতে তুরস্কের সহযোগিতা আশা করে বলেন, ‘আমরা ইতিমধ্যে চীনসহ বিভিন্ন উৎস হতে কৃষি যন্ত্রপাতি আমদানি করছি, তুরস্ক এ খাতে বিনিয়োগ করতে পারে। আমাদের দেশে কারখানা স্থাপন করলে এ খাত সমৃদ্ধ হবে।’

বড় বড় কোম্পানি এখানে বিনিয়োগ করতে পারে, এগ্রিকালচার লজিস্টিক, প্রসেসিং খাত দেশে বিকাশমান। দেশ থেকে ফলমূল ও সবজি আমদানির বিষয়েও উপদেষ্টা রাষ্ট্রদূতে দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত