হোম > অর্থনীতি

আইএমএফের বিদ্যুতের দাম বাড়ানোর পরামর্শ নেবে না সরকার: জ্বালানি উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদ্যুতের দাম বাড়ানোর পরামর্শ দিলেও সরকার তা এ মুহূর্তে বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে আইএমএফের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান এ কথা বলেন।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, সরকার এখন আইএমএফের চাওয়া অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ, উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সাধারণ মানুষ এরই মধ্যে কঠিন আর্থিক চাপে রয়েছে। বিদ্যুতের দাম বাড়ালে তাদের দুর্ভোগ আরও বাড়বে, এমন আশঙ্কার বিষয়টি সরকার আইএমএফকে জানিয়েছে। আইএমএফ এ বিষয়ে সরকারের অবস্থান মেনেও নিয়েছে বলে দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে ফাওজুল কবির খান আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানোর চেষ্টা চলছে, যাতে ভর্তুকি কমানো সম্ভব হয়। বিদ্যুৎ খাতে ২০১০ সালে যে বিশেষ বিধান করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে এবং বর্তমানে বিদ্যুৎ কোম্পানির বোর্ডে যাঁরা সরকারি সচিব ছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎ খাতে যেসব দুর্নীতির ঘটনা ঘটছিল, তা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া সরকার বিদ্যুৎ খাতের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা। বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকার মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে চায়, তবে তা যেন সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি না করে।

এই প্রেক্ষাপটে সরকার আইএমএফের পরামর্শ অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে অন্যান্য উপায়ে এ খাতের সংকট মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়ন করবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বকেয়া প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের আগস্ট থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ খাতে বকেয়া সাড়ে ৪৫ হাজার কোটি টাকা, যা চলতি বছরের বাজেট বরাদ্দের ৩০ শতাংশ বেশি। প্রতিমাসে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার কোটি টাকা নতুন করে যুক্ত হলেও রাজস্ব আহরণের অভাবে অর্থ মন্ত্রণালয় মাত্র ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে পারছে। এতে বকেয়ার পরিমাণ বাড়ছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প