হোম > অর্থনীতি

অনাপত্তি সনদ পেল এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে দেশের নতুন বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রা। গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে আবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মাথায় অনাপত্তি সনদ পেল সংস্থাটি।

আজ বৃহস্পতিবার এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনসের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) ইমরান আসিফ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইমরান আসিফ বলেন, ‘আমরা পরিকল্পনা করছি ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট চালু করতে। এর মধ্যে সরকারি অনুমোদনের যে প্রক্রিয়া রয়েছে, তা ধাপে ধাপে আমরা সম্পন্ন করছি।’ 

করোনা পরবর্তী সময়ে দেশের অ্যাভিয়েশন খাত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘দেশের অ্যাভিয়েশন খাতে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা অ্যাভিয়েশন খাতের অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই।’ 

এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনসের তথ্যমতে, উড়োজাহাজ সংস্থাটির প্রাথমিকভাবে চারটি এটিআর (৭২-৬০০ বিমান) দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার চিন্তা রয়েছে। তবে চারটি বিমান না হলেও কমপক্ষে তিনটি বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। চারটি বিমান দিয়ে হলে অভ্যন্তরীণ সাতটি রুটে ফ্লাইট পরিচালনা আর তিনটি বিমান হলে এক-দুইটি গন্তব্য বাদ রেখে ফ্লাইট অপারেশন হবে। 

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও দুটি দেশীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। 

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা