উত্তরা ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩০ শতাংশ (১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক) লভ্যাংশ ঘোষণা এবং লাভ–ক্ষতি হিসাবসহ বার্ষিক প্রতিবেদন-২০২৩ অনুমোদন করা হয়।
পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আজহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেনসহ অন্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।