হোম > অর্থনীতি

বাংলাদেশকে ৬২ লাখ ডলার ঋণ দেবে কোরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ৬২ লাখ ৬ হাজার মার্কিন ডলার ঋণ দেবে কোরিয়া সরকার। ‘এস্টাবলিস্টমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএনইএনএস) প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য কোরিয়া সরকার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে এই ঋণ দেবে।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ সরকার ও কোরিয়া সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ) মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে মহাপরিচালক কিম কিসাং সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষর করেন।

এই প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৩ কোটি ৭৫ লাখ ইউএস ডলার মূল্যমানের মূল ঋণ চুক্তি এর আগে স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৭টি লাইটহাউস ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপনের মাধ্যমে চলমান জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান লাইটহাউস আধুনিকীকরণ ও নতুন লাইটহাউস স্থাপন করা হবে।

কোরিয়া সরকার কোরি এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে কম শর্তে ঋণ সহায়তা দিয়ে আসছে। এই প্রকল্পে ইডিসিএফ তহবিলের আওতায় ঋণ চুক্তির সুদের হার শূন্য দশমিক শূন্য ১; ঋণ পরিশোধের মেয়াদ ১৫ দশমিক ৫ বছর, গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ দশমিক ৫ বছর।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস