হোম > অর্থনীতি

এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাসরুর আরেফিন। ছবি: সংগৃহীত

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। সম্প্রতি এবিবির বোর্ড অব গভর্নরসের এক সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি সংগঠনের আগামী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সভায় পূবালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ আলী এবিবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ডাচ-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরীন ভাইস চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।

এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হুসেইন সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করার প্রেক্ষিতে এই সংগঠনের চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন অফিস, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং সিটি ব্যাংক এন.এ.-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত ছয় বছর ধরে তিনি সিটি ব্যাংক পিএলসির সিইও হিসেবে দায়িত্বে রয়েছেন। এবিবিতে চার বছর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করার পর এবার সংগঠনটির নেতৃত্বে এলেন তিনি।

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা